Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০২১

প্রকল্পের লক্ষ্য ও উদ্দশ্যে

প্রকল্পটির প্রধান প্রধান উদ্দেশ্য নিম্নরূপ:

 

(১) ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে প্লট ওয়ারী কৃষি, আবাসন, বাণিজ্যিক, র্পযটন ও শিল্প উন্নয়ন ইত্যাদি ক্যাটাগরিতে বিভক্ত করে মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন;

 

(২) মাঠ র্পযায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার নিমিত্ত সারাদশেে মৌজা ও প্লট ভিত্তিক ডাটাবেজ প্রণয়ন; 

 

(৩) ভূমি জোনিং ভিত্তিক ভূমি ব্যবহার সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান এবং সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির নিমিত্ত প্রচার-প্রচারণা চালানো;

 

(৪) ভূমি জোনিং বিষয়ক র্কাযক্রাম সচল রাখার জন্য ভূমি মন্ত্রণালয়রে অধীনে একটি পৃথক ‘ইউনিট’ গঠন।